আলিপুরদুয়ার: জয়গাঁ (Jaigaon) সড়কে ভুটানগামী ট্রাকের (Trucks) লম্বা লাইন। যা সকাল থেকেই শুরু হয়ে যায়। অভিযোগ, একপ্রকার সড়ক দখল করে দাঁড়িয়ে থাকে ট্রাক। ফলে অ্যাম্বুলেন্স, দমকল প্রবেশের জায়গাও থাকে না। যার কারনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বউ বাজার, সুভাষপল্লী এলাকার বাসিন্দাদের। জয়গাঁর এই বউ বাজার এলাকায় রয়েছে ভুটান গেট, যেখানে মূলত পণ্যবাহী গাড়ি প্রবেশ করে। আর সকাল থেকেই এই গাড়ির লাইন পরে যায় সড়কে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, একপ্রকার সড়ক দখল করে দাঁড়িয়ে থাকে ট্রাক। ফলে প্রয়োজনে অ্যাম্বুলেন্স প্রবেশের জায়গাও থাকে না। অন্যদিকে, শব্দ দূষণ, সড়কের অবস্থাও বেহাল, সম্প্রতি এই ভুটানগামী ট্রাকের ধাক্কায় এলাকার একটি মন্দিরের দেওয়ালও ভেঙে গিয়েছে। ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। বাসিন্দাদের কথায়, একে জয়গাঁয় কোনও হাসপাতাল নেই, কেউ অসুস্থ হলে নিয়ে যেতে হয় প্রায় ৩০ কিলোমিটার দূর লতবাড়ি গ্রামীন হাসপাতালে। অন্যদিকে, এলাকার সড়ক একপ্রকার দখল করে দাঁড়িয়ে থাকে ট্রাক। ফলে অ্যাম্বুলেন্স ঢুকতেই অনেক সময় লেগে যায়।স্থানীয় গ্রাম পঞ্চায়েত, প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।নাহলে যে কোনও দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: ছাত্র ছাত্রীদের স্বস্তি, কৃত্রিম বৃষ্টি স্কুলে!
আরও খবর দেখুন