কোচবিহার: তৃণমূলে ভাঙ্গন অব্যাহত। ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে তৃণমূলের পদযাত্রার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মৃণাল বর্মন। বিজেপির দলীয় প্রধান ও বিজেপির অঞ্চল নেতৃত্বেদের উপস্থিতিতে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তৃণমূলের এই অঞ্চল যুব সভাপতি। তারপরেই তিনি জানান এতদিন তিনি তৃণমূল করেছিলেন কিন্তু যেহেতু এখন ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে তাই এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে তিনি স্বইচ্ছায় বিজেপিতে যোগদান করলেন।
আরও পড়ুন: বাড়ি থেকে পেটানো হবে, মন্তব্য মন্ত্রী উদয়ন গুহের
উল্লেখ্য, ভেটাগুড়িতে এদিন দলীয় কর্মসূচিতে এসে বিস্ফোরক মন্তব্য করেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী নিদান দিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকদের যারা আঘাত করবে তাদেরকে ঘর থেকে বের করে এনে পেটানো হবে। আর মন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব জানিয়েছিল উদয়ন গুহ যত ভেটাগুরিতে যাবে ততই তৃণমূল ভেঙে পড়বে ও বিজেপি শক্তিশালী হবে। আর তারপরেই মন্ত্রী সেখান থেকে কর্মসূচি সেরে ফিরে আসার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই যে অঞ্চলে মন্ত্রির কর্মসূচি ছিল সেই ভেটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে।