বাদুড়িয়া: শনিবার সকালে বাদুড়িয়ার (Baduria) শায়েস্তানগর ২ পঞ্চায়েতের গন্ধর্বপুর এলাকায় রাস্তা অবরোধ (Road Block) করেন গ্রামের স্থানীয় মানুষজন। তাঁরা জানিয়েছেন, এলাকায় জল নিকাশি ব্যবস্থা বেহাল। বর্ষায়(Monsoon Season) বেশ কয়েকদিনের বৃষ্টিতে গ্রামে জল জমে গিয়েছে। জল সড়ছে না। কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ, যে ওই গ্রামে ড্রেন তৈরির জন্য টাকা বরাদ্দ হয়। তবে সেই বরাদ্দ টাকায় কোন কাজ হয়নি। তাই তারা রাস্তা অবরোধ। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে আসেন প্রধান প্রকাশ সর্দার। কিন্তু তখনই প্রধানের উপর চড়াও হয় গ্রামের মানুষ। প্রধানকে হেনস্তা করেন তাঁরা। এমনকি প্রধানের গায়ে হাত তোলেন গ্রামবাসী। এই ঘটনার প্রতিবাদে শনিবার রাতে তৃণমূলের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ(Road Block) করে বিক্ষোভে (Protest) শামিল হন।
বিক্ষোভকারীদের দাবি, যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রধানকে হেনস্থা করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ ওই এলাকায় ড্রেন করার জন্য টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু ঠিকাদার যখন কাজ করতে যায় তখন এলাকার মানুষ অসহযোগিতা করে। তাই ঠিকাদার সংস্থা পঞ্চায়েতকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় যে তাঁরা কাজ করতে পারছে না। এরপর পঞ্চায়েত প্রধান গ্রামে গিয়ে বহুবার বোঝানোর চেষ্টা করে ড্রেনটি তৈরির জন্য। কিন্তু কেউ রাজি না হওয়ায় প্রধান বোর্ড মিটিংয় পাশ করিয়ে সেই ওয়ার্ক অর্ডার ক্যানসেল করিয়ে দেন ।
আরও পড়ুন: পানিহাটিতে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ, স্ত্রীকে খুন করে চম্পট স্বামী
বিক্ষোভকারীরা জানান, এই ঘটনায় প্রধানের কোন দোষ নেই। ইচ্ছাকৃতভাবে প্রধান এবং পঞ্চায়েতকে বদনাম করার চেষ্টা হচ্ছে । তাই যারা বিক্ষোভের নামে প্রধানকে হেনস্থা করেছে। যারা পরিকল্পিতভাবে হেনস্থা করল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ।
এই বিষয়ে প্রধান প্রকাশ সর্দার জানান, তাঁর অনুগামীরা রাস্তা অবরোধ করেছে বলে তিনি কিছুই জানতেন না। তিনি জানা মাত্রই অবরোধ তুলে নিতে বলেছেন। তবে তাঁর সঙ্গে সকালে যারা খারাপ আচরণ করেছেন তাদের শাস্তি চান তিনি।
দেখুন অন্য খবর