ভগবানপুর: ভোটের শেষ লগ্নে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বৈষ্ণবনগরের ভগবানপুর (Bhagwanpur in Vaishnavnagar) এলাকায়। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর নাম মতিউর রহমান, তার বাড়ি ভগবানপুর কেবিএস এলাকায়। সে ভোট দিতে আসে তখনই কংগ্রেসের দুস্কৃতিরা তাকে বারংবার ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক। ঘটনার জেরে আহত আরও ৬জন।
অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় আহত হয়ছেন এক ব্যাক্তি। সবংয়ে দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় গুরুতর আহত হয়েছেন ১ সিভিক ভলান্টিয়ার ও তৃণমূলের পোলিং এজেন্ট।
রাজ্যের জেলায় জেলায় চলছে গণতন্ত্রে উৎসব। দিনভর উৎসব পালনের দিকে দিকে চলল গুলি, পুকুরে ভাসছে ব্যালট, মুড়িমুড়ির মতো পড়ল বোমা। রক্তস্রোতে ভাসল মুর্শিদাবাদ, কোচবিহার, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, আলিপুরদুয়ার- সহ বেশ কয়েকটি জেলা। ভোট গ্রহণ শুরু পর কোথাও আবার চলল ছাপ্পা। এই নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। অভিযোগ উঠছে রাজ্যে বেশ কয়েকটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। কোথাও আবার দুজন সিভিক ভলান্টিয়ের দিয়ে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভও দেখা গিয়েছে।সহযোগিতা করেনি কমিশন-পুলিশ, বিস্ফোরক অভিযোগ বিএসএফের। কোথায় কোথায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী তারও সঠিক রুটম্যাপ ছিল না। অভিযোগ বিএসএফের। বিকেলের সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের তরফ থেকে মন্ত্রী শশী পাজাঁ জানান, রাজ্যে ৬১ হাজারের বেশি বুথ রয়েছে তার মধ্যে সব মিলিয়ে ৬০ টা বুথে ছোট বড় মাঝারি মিলিয়ে অশানিতির খবর উঠে অসেছে।
পঞ্চায়েত ভোট (Panchayat Vote) নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করতে চলেছে বিজেপি। শনিবারই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (State Election Commissioner Rajeev Sinha) নোটিস পাঠিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য নেতারা কমিশনারের সঙ্গে দেখা করেন এদিন রাতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তেরও দাবি করেছেন।