দত্তপুকুর: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (Trinamool conflict)। তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে ভাঙচুর অভিযোগ দলেরই অপর পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর (Dattapukur) থানা এলাকায় ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতে। ওই এলাকার পঞ্চায়েত সদস্যার বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে সুশান্ত দাস(পুটু) বিরুদ্ধে।
অভিযোগ, সুশান্ত দাস পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর চালায়। গত কয়েকদিন আগে ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তারা তারাপীঠের উদ্দেশ্যে ঘুরতে যায়। সেখানেই একটি তৃণমূল কর্মীর মৃত্যু হয় , সেই নিয়ে পঞ্চায়েত সদস্য স্বামী স্থানীয় মানুষজনদের সহমত নিয়ে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আবেদন করেন। এরপরই বুধবার মৃতদেহ তার বাড়ির সামনে নিয়ে গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। এমনটাই অভিযোগ পঞ্চায়েত সদস্যার। যদিও পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর অভিযোগ অস্বীকার করেন।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, জানুন কোথায় কোথায় বৃষ্টির পুর্ভাবাস
সুশান্ত দাস বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কোনও বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেনি। শুধুমাত্র পঞ্চায়েত প্রধানের অনুগামীদের সঙ্গে তার মনোমালিন্যের কারণেই এরকম অভিযোগ তোলা হচ্ছে। ইতিমধ্যেই গোটা বিষয় তদন্ত করছে দত্তপুকুর থানার পুলিশ।