নদিয়া: শান্তিপুর (Shantipur) ব্লকের বেলগড়িয়া (Belgharia) ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন ভাগীরথীর তীরবর্তী বিহারিয়া মঠপাড়ায় প্রায় ৬৫ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। কয়েকদিন আগে শুরু হওয়া এই ভাঙনের খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান যোগাযোগ করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর সঙ্গে।
বিষয়টি জানার পর দ্রুত সেচ দফতরের সঙ্গে সমন্বয় করেন বিধায়ক। সোমবার তিনি ইরিগেশন দফতরের আধিকারিকদের নিয়ে সরেজমিনে ভাঙন-কবলিত এলাকা পরিদর্শন করেন। ভাঙন আটকাতে জরুরি ভিত্তিতে বালির বস্তা ফেলার কাজ শুরু হয়েছে বলে দফতরের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: সীমান্ত চরে ভয়াবহ ভাঙন, দেখুন কী অবস্থা?
শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “ভাঙনের খবর পাওয়ার পরই সেচ দফতরের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত পুরোপুরি মেরামত হচ্ছে, ততদিন ভাঙন রুখতে যা যা প্রয়োজন সব ব্যবস্থা করবে ইরিগেশন দফতর।”
দেখুন আরও খবর: