কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনা ও বকেয়া মেটানোর দাবিতে, দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের মিছিল। মিছিলটি গোলপার্ক থেকে শুরু হয়ে শেষ হাজরা পর্যন্ত। মিছিলে উপস্থিত মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, দেবাশিস কুমারের মত তৃণমূল নেতারা।
কেন্দ্র সরকাররের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। একাধিকবার এই নিয়ে সরব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুবার আর্জি জানিয়ে মেলেনি ১০০ দিনের কাজের টাকাও। আবাস যোজনা প্রকল্পের টাকাও দীর্ঘদিন মিলছে। রবিবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, কলকাতায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। গোলপার্ক থেকে মিছিল শুরু হয়ে গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত যায় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়, দেবাশিস কুমার। মিছিলে অংশগ্রহণ করেন দলের বিধায়ক থেকে শুরু করে কর্মী সমর্থকরা।
আরও পড়ুন: রাহুল জলপাইগুড়িতে, মমতা কোচবিহারে, সরগরম উত্তরবঙ্গ
মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, অবিলম্বে ১০০ দিনের কাজের টাকা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তাঁর দাবি, এই টাকা রাজ্যের ন্যায্য পাওনা। ভারতের সংবিধান অনুসারে এই টাকা কেন্দ্র আটকে রাখতে পারে না। ছাত্র-যুব সকলকে নিয়ে তাই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মুখ্যমন্ত্রী নিজেও পথে নেমে লড়াই করছেন। যতদিন না প্রাপ্য টাকা মিলবে, ততদিন এই প্রতিবাদ চলবে।
আরও অন্য খবর দেখুন