ভাঙ্গড় : ভাঙ্গড় মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসেবে কাজ স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের। কলেজের ওয়েবসাইটে রয়েছে প্রত্যেক কর্মীর নাম। সাউথ ক্যলকাটা ল -কলেজের পর এবার ভাঙড় মহাবিদ্যালয়ে এবার এমনই অভিযোগ উঠে এল। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।
কসবা কাণ্ডের পর তোলপাড় গোটা রাজ্য। এবার সামনে এল ভাঙড় মহাবিদ্যালয়ের ছবি। অভিযোগ কলেজের ওয়েব সাইটেও রয়েছে নাম। যাদের মধ্যে রয়েছে, চিরঞ্জিত মন্ডল , ভোগালি টু গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর নাম। রয়েছে প্রাক্তন ছাত্রনেতা শাহনাজ আলম, ভাঙ্গড় মহাবিদ্যালয়ের প্রাক্তন GS জাকির খান, প্রাক্তন জেলা পরিষদের সদস্য মীর তাহেরের ছেলে খয়রুল মীর, ইউনিয়ন নেতা শহিদুল ইসলাম, বর্তমান ইউনিয়নের সক্রিয় নেতা শাহানুর মোল্লা, প্রাক্তন ক্রীড়া সম্পাদক ও বর্তমানে ছাত্র পরিষদের নেতা নাজমুল হোসেন মুকুল সহ ছাত্র পরিষদের নেতা নূর মোহাম্মদ মোল্লার নাম। অভিযোগ ওয়েব সাইটে বর্তমানে অস্থায়ী কর্মী হিসেবে নাম রয়েছে তাদের।
কসবাকাণ্ডের পর হাইকোর্ট নির্দেশ দিয়েছে সব কলেজগুলির ইউনিয়ন রুম বন্ধ করতে হবে। তারপর থেকে প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে বন্ধ করা হয়েছে কলেজগুলোর ইউনিয়ন রুম। তারপরও এই অভিযোগ উঠল ভাঙড়ের মহাবিদ্যালয়ে।
দেখুন ভিডিও