জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটতে না মিটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Inner Clash )। জলপাইগুড়ি (Jalpaiguri) পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ার ঘটনা। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বনাম গ্রাম পঞ্চায়েতের সদস্যের মধ্যে কোন্দল। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক যুবকে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম জাহাঙ্গীর আলম। আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি (Jalpaiguri Superspeciality Hospital) ৷
জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া বুথের গ্রাম পঞ্চায়েতের সদস্য বিকাশ বসাকের অভিযোগ তার এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য অশিম রায়ের ভাই সর্বানন্দ রায় এবার তাকে হাড়ানোর জন্য নির্দল হয়ে ভোটে অংশগ্রহণ করেছিল। হাজারো চেষ্টার পর তাকে হাড়াতে পারেনি। বিকাশ বসাক জয়ী হয়েছেন৷ বিকাশের অনুগামী জাহাঙ্গীর আলম ভোটে বিকাশের হয়ে কাজ করায় বুধবার সন্ধ্যা নাগাত বালা পাড়ায় পেয়ে তাকে ধাড়াল অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাতের ফলে জাহাঙ্গীরের গুরুতর জখম হন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | জয়ী আইএসএফ প্রার্থীর স্বামীকে মারধর, অভিযোগের তির তৃণমূলের দিকে
স্থানীয় বাসিন্দারা জাহাঙ্গীরকে উদ্ধার করে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। বিকাশ বসাকের অভিযোগ, তাঁর এলাকায় তৃণমুলের পঞ্চায়েত সমিতির সদস্য অসীম রায়ের ভাই সর্বানন্দ রায় এবার তাঁকে হারানোর জন্য নির্দল হয়ে ভোটে অংশগ্রহণ করেছিলেন। বিকাশকে তিনি হারাতে পারেননি বলে দাবি করা হয়েছে। বিকাশ বসাক জয়ী হয়েছেন৷ বিদকাশকে হারাতে না পারায় রাগে জাহাঙ্গীর আলমের উপর ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁকে প্রাণে মারা চেষ্টা করে। যদি প্রাণে বেঁচে গেলও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। এর পরেই পুলিশ পঞ্চায়েত সমিতির সদস্য অশিম রায়ের ভাই তথা নির্দল প্রার্থী সর্বানন্দ রায়কে আটক করে৷ পাশাপাশি বিকাশ বসাকের যাবতীয় অভিযোগ অস্বীকার করে অশিম রায়। তিনি বলেন, আমার নামে নিথ্যা অভিযোগ করা হচ্ছে৷ আমার ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো নেই, তাই সে কী করলো সেটা আমার জানানেই।