বাসন্তী: দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা বাসন্তীতে (Basanti)। তৃণমূল ও সিপিএমের সংঘর্ষে আহত তিন। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে আবারও উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র সিপিআইএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার বাসন্তী থানার ভরতগড় বাজার এলাকায়। এই ঘটনায় আহত হয় সিপিএমের (CPM) প্রার্থী আব্দুল জলিল সেখ। আহতরা বর্তমানে বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
আবহে বাংলায় ভোট মানেই মহাযুদ্ধ। সেই যুদ্ধের প্রকাশ আমরা পেযেছি। রাজ্য পঞ্চায়েতের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই জেলা থেকে ব্লক রাজনৈতিক হিংসায় উত্তপ্ত। রক্তারক্তি, খুনোখুনিতে রণক্ষেত্র হয়ে উঠেঠি ছিল ভাঙড়-ক্যানিং-দিনহাটা সহ একাধিক জেলা। রাজ্য কার্যত বোমা বারুদের স্তূপে পরিণত হয়েছে। সিপিএম-কংগ্রেস-বিজেপি অভিযোগ শাসকদল নিজেদের ক্ষমতা হারাতে পারে সেই আশঙ্কা থেকেই হিংসা ছড়াছে, ভোট লুঠের রাজনীতি করছে। রাজ্যপালও কড়া হুঁশিযারি দিয়েছে অশান্তি নিয়ে। হাইকোর্টের নির্দেশ সঠিক ভাবে সব জায়গায় মানা হচ্ছে কি না তাও তিনি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | HC | খেজুরির ৬১ বিজেপি কর্মীকে ভর্ৎসনা আদালতের
ইতিমধ্যেই রাজ্যের স্পর্শ কাতর এলাকাগুলিতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বেলাগাম হিংসা রাজ্যে অব্যাহত। তারমধ্যে শুক্রবারও রাজ্যে অশান্তি অব্যাহত। বাসন্তীতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র সিপিআইএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় তৃণমূলের অভিযোগ , ভরতগড় বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা খুলে ফেলে দিয়ে সিপিএমের দলীয় পতাকা বাঁধছিল তাদের কর্মীরা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করে। লাঠি রড দিয়ে মারধর করে সিপিআইএমের কর্মীরা, এমনটাই অভিযোগ তৃণমূলের।
অন্যদিকে সিপিএমের অভিযোগ ,এলাকায় তাদের প্রচারে বাধা দিচ্ছে শাসক দল। এর পাশাপাশি তাদের প্রার্থী এলাকায় প্রচার করতে গেলে তাকে ঘিরে ধরে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।