মুর্শিদাবাদ: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (Trinamool Gang Conflict) জের, দলীয় কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম সাহেব শেখ। বাড়ির পাশের জায়গা নিয়ে বিবাদের জেরে খুন হল বছর আঠাশের এক যুবককে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে মুর্শিদাবাদের বড়ঞা (Burwan, Murshidabad) থানার সুন্দরপুর দক্ষিণপাড়া এলাকায়। তদন্তে নেমে ১ জনকে গ্রেফতার করে বড়ঞা থানার পুলিশ।
আরও পড়ুন: দীপের হৃদয় নিয়ে বাড়ি ফিরল তূনীর
সূত্রের খবর, জায়গার দখল নিয়ে সুন্দরপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের দু’পক্ষের মধ্যে বেশ কয়েকদিন থেকে অশান্তি চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এদিন দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সন্ধ্যায় সাহেব সেখ বাড়ি ফিরছিলেন। সেই সময় অতর্কিতে তাঁর উপর আক্রমণ চালায় দলের লোকজন। লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী মারধর করে হলে মাটি লুটিয়ে পরে সাহেব। সাহেবকে রক্তাক্ত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়িঞা পুলিশ। ঘটনায় আলো শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও অন্য খবর দেখুন