বরানগর: বিজেপি প্রার্থীর ব্যানার খুলতে হুমকি, ব্যানার খুলতে রাজি না হওয়ায় আবাসনে গিয়ে বিজেপি বৃদ্ধ দম্পতিকে হুমকি ও মারধোরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বরানগর পুরসভার (Baranagar Municipality) ১০ নম্বর ওয়ার্ডের বি.পি মিত্র রোড এলাকার। বিজেপি (BJP) প্রার্থীর ব্যানার লাগানো ছিল বিজেপি কর্মী অমিতদের আবাসনের বাইরে। বিজেপি প্রার্থীর সেই ব্যানার খোলার জন্য বিজেপি বৃদ্ধ দম্পতিকে হুমকি দেয় স্থানীয় তৃণমূলের কয়েকজন।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)
ব্যানার খুলতে রাজি না হওয়ায় আবাসনে গিয়ে বিজেপি বৃদ্ধ দম্পতিকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছে বৃদ্ধ দম্পতি। হুমকির জেরে আতঙ্কে গৃহবন্দী অবস্থায় রয়েছে বৃদ্ধ দম্পতি সহ তাদের পরিবারের লোকজন। মারধর ও হুমকির ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল নেতা অঞ্জন পাল জানিয়েছেন, বরানগরে বিরোধীদের উপর আক্রমণ তৃণমূলের সংস্কৃতি নয়। এই গোটা ঘটনা বিজেপির অন্তরকলহের বহিঃপ্রকাশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ (Baranagar Police)।
আরও খবর দেখুন