রামপুরহাট: পঞ্চায়েতের ভোট (Panchayat Vote)গ্রহণ শেষ হলেও জেলায় জেলায় অশান্তি অব্যাহত। বীরভূমের (Birbhum)রামপুরহাটে সিপিএম প্রার্থীর স্বামীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সিপিএম প্রার্থীর পরিবার ও এলাকার বাসিন্দাদের। শনিবার রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা।
অভিযোগ, রামপুরহাট এক নম্বর ব্লকের দখলবাটি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী জাসমিনারা বেগম। তার স্বামী আফসারুল সেখ তার বুথ এজেন্ট ছিলেন। ভোট শেষ হয়ে যাওয়ায় পর রামপুরহাটের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়াসিম আলি ভিক্টর ও তার দলের লোকজন এসে সিপিএম প্রার্থীর স্বামীকে অপহরণ করে নিয়ে যায়। তারই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Bhagwanpur | ভগবানপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ
অন্যদিকে ব্যালট বাক্স প্রহরা দিতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল নির্দল প্রার্থীর দুই কর্মীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামের কাছে। মৃতদের নাম সবুর সেখ ও রহমত সেখ। মুরারই বিধানসভার মিত্রপুর গ্রাম থেকে ভোট শেষে একটি গাড়ীতে করে ব্যালট বাক্স নিয়ে ভোট কর্মীরা আরসি সেন্টারের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। সেই গাড়ি প্রহরা দেওয়ার জন্য গাড়ীর পিছনে মোটর সাইকেলে করে আসছিল সবুর সেখ ও রহমত সেখ। সেই সময় একটি গাড়ি তাদের দুজনকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। তবে ঘাতক গাড়িটির হদিশ পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ।