হুগলি : বন্ধ ট্রেন চলাচল। ব্যান্ডেল-কাটোয়া লাইনের পানটোগ্রাপের উপর ৩৩ হাজার ভোল্টের তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ। বিপাকে যাত্রীরা।
ব্যান্ডেল কাটোয়া শাখার কিশোরবাগ রেলগেটে বড়সড় বিপত্তি। স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যায় আচমকাই ৩৩ হাজার ভোল্টের তার রেলের প্যানটোগ্রাফের উপর ছিড়ে পড়ে। বিস্ফোরণের মতো আগুন জ্বলে ওঠে। কোন মতে প্রাণে বেঁচে গিয়েছেন কাটোয়া শাখার গেটম্যান। তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে। খবর কি ঘটনাস্থলে আসেন রেল কর্তারা সহ রেল পুলিশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বন্ধ হয়ে যায়, ব্যান্ডেল-কাটোয়া শাখার ট্রেন চলাচল। হয়রানি শিকার হতে হয় নিত্যযাত্রীদের। তবে রেল কর্তৃপক্ষের তরফে তড়িঘড়ি মেরামতের কাজ শুরু করা হয়।
সোমবার সপ্তাহের প্রথম দিনে কর্ম ফেরত বহু যাত্রীদের সমস্যায় পড়তে হয়। তবে এখনো পর্যন্ত পাওয়া খবরে রেল চলাচল বন্ধই রয়েছে।