মাইথোলজিক্যাল থ্রিলার ছবি ‘ক্যাফে ওয়াল’ এর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ট্রেলার এবং মিউজিক লঞ্চ হয়ে গেল iLEAD Institute এ। অরুদীপ্ত দাশগুপ্ত পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ অগস্ট।লঞ্চ অনুষ্ঠানে পরিচালক সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা রজতাভ দত্ত,আরিয়ান ভৌমিক, দেবরাজ মুখার্জি ও সুপ্রিয় দত্তর মত কলাকুশলীরা। ‘ক্যাফে ওয়াল’ ছবিটিতে এরা ছাড়াও অভিনয় করেছেন সমদর্শী দত্ত, তুলিকা বসু, অনন্যা বিশ্বাস, রূপসা চ্যাটার্জী,সুব্রত গুহ রায়, দীপক হালদার, শুভঙ্কর দাশগুপ্ত, সারন্যা দাশগুপ্ত ও অন্যান্যরা। ছবির গল্পটি লিখেছেন ঐশ্বর্যা দাশগুপ্ত।ছবির গানে কন্ঠ দিয়েছেন শোভন গাঙ্গুলী এবং অয়ন্তিকা চক্রবর্তী। সংগীত আয়োজন করেছেন শুভ।কালাকুশলীরা অনেকেই জানিয়েছেন এই ছবি মুক্তি পেলে দর্শকরা টলিউডে একেবারে অন্য ঘরানার একটি ছবি দেখতে পাবেন।ছবির ট্রেলারে দেখা যাচ্ছে যে শহরে একের পর এক খুন হচ্ছে। কি উদ্দেশ্য এই খুনের! কেইবা করছে! নাকি কোন অলৌকিক ঘটনা। এ নিয়ে প্রশাসন যথেষ্ট চিন্তিত। দুজন পুলিশের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রজতাভ এবং সুপ্রিয়কে। খুনের কিনারা করতে পারছে না পুলিশ!
অপরাধী কি আদৌ ধরা পড়বে? কি উদ্দেশ্যে কারা খুন করছে- এইসব রহস্য রোমাঞ্চ নিয়েই তৈরি হয়েছে টলিউডের মাইথলজিক্যাল থ্রিলার ‘ক্যাফে ওয়াল’। পরিচালক অরুদীপ্ত মনে করেন টলিউডেএটিই প্রথম মাইথোলজিক্যাল থ্রিলার ছবি। রহস্য-রোমাঞ্চ উদঘাটন করতে হলে আগামী ২৫ অগস্ট ছবিটি দেখতে হবে বলে পরিচালক মনে করেন।