কলকাতা: কাশীপুরের পুলিশ আবাসন থেকে ট্রাফিক সার্জেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার। শুক্রবার দুপুরে কাশীপুরে কলকাতা সেকেন্ড ব্যাটেলিয়নের আবাসনে ওই সার্জেন্টের দেহ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌরভ দত্তের (৩৯) । পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন সৌরভ। তবে কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তার কোনও কারণ জানা যায়নি।
পুলিশের একটি সূত্রের খবর, কাজের চাপে পরিবারকে সময় দিতে পারছিলেন না ওই পুলিশ সার্জেন্ট। তা নিয়ে স্ত্রী সঙ্গে সম্প্রতি ঝামেলাও হয়। দিন কয়েক আগে সন্তানকে নিয়ে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে সৌরভ অবসাদে ভুগছিলেন। সেই কারণেও তিনি এই কাণ্ড ঘটাতে পারেন বলে পুলিশের ওই সূত্রটি মনে করছে।
আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত সৌরভের
দুদিন আগেও সৌরভের একটি ফেসবুক পোস্ট দেখা গিয়েছে। তাতে লেখা রয়েছে, ‘হাসতে ভুলে গিয়েছি মানে এই ভেবো না আমি হেরে গিয়েছি। আসলে আমাদের এই জীবন যুদ্ধের খেলায় শেষ হাসিটা হাসব বলে অপেক্ষায় আছি। হয়তো লাস্ট পোস্ট, একটু বিশ্রাম নেব। সবাই ভাল থেকো।’ এর আর কোনও ফোসবুক পোস্ট তাঁকে করতে দেখা যায়নি। ওই ফেসবুক পোস্টের মধ্যেও তিনি কিছুটা ইঙ্গিত দিয়ে গিয়েছেন। হয়ত লাস্ট পোস্ট, একটু বিশ্রাম নেব লিখেই কি তিনি চিরবিশ্রামে চলে গেলেন…