ওয়েব ডেস্ক: পুজোর আগে আরও নতুন কয়েকটি পরিষেবা চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (Darjeeling Himalayan Railway)। সুকনা থেকে রংটং, কার্শিয়াং থেকে মহানদী ও কার্শিয়াং থেকে টুং নতুন এই তিন রুটে টয়ট্রেন চালু হবে বলে জানা গিয়েছে।
কম খরচে ঘোরাঘুরি মানেই অনেকের কাছে দার্জিলিং। আর দার্জিলিং-এ গিয়ে কেউই চাননা টয়ট্রেন না চড়ে ফিরতে। তবে শিলিগুড়ি থেকে দার্জিলিং-র পথে অনেকটা সময়ের জন্য অনেকেরই যাওয়া হয়ে ওঠে না। কি তাই তো! তাই এবার নতুন ব্য়বস্থা করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। রেলওয়ে-র তরফে জানানও হয়েছে, সুকনা থেকে রংটং টয়ট্রেন চালানো হবে। শুক্রবার টয়ট্রেনের ১৪৪ তম জন্মদিনে এই ঘোষণা করা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : নাবালিকাদের গোপন দৃশ্য ক্যামেরাবন্দি করে ব্ল্যাকমেইলিং! চাঞ্চল্য হুগলিতে
১৮৮১ সালে ৪ জুলাই পাহাড়ের আঁকাবাঁকা পথের মাঝ দিয়ে ঝিক ঝিক করতে করতে রওনা দেয় টয়ট্রেন। তখন অবশ্য শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই ঐতিহাসিক টয়ট্রেন। সেই ঐতিহ্যকে স্মরণে রাখতে এই প্রথমবার সুকনায় ‘টয়ট্রেন দিবস’ উদযাপিত হয়। নর্থবেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশন ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যৌথ উদ্যোগে শিলিগুড়ির সুকনা স্টেশনে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করে এই দিনটি। সেখানেই বলা হয়, “টয়ট্রেনকে বিশ্বের দরবারে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। তাই আমরা নানান পদক্ষেপ নিচ্ছি।”
দেখুন অন্য খবর