বালি: টিভি সিরিয়ালের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবতীকে মানসিক ও শারীরিক নির্যাতন সহ চুরির অভিযোগ। এক যুবক সহ তিন জনকে গ্রেফতার করল বালি থানার পুলিশ।
আট মাস আগে ফেসবুকে ডোমজুড়ের চামরাইলের বাসিন্দা ঋতুরাজ হালদারের সঙ্গে পরিচয় হয় গঙ্গাসাগরের যুবতীর।
নিজেকে কাস্টিং ডিরেক্টরের পরিচয় দিয়ে যুবতীকে সিরিয়ালে সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হয় বলে অভিযোগ। সম্পর্ক এতদূর গড়ায় যে দুজনে ফ্ল্যাট ভাড়া করে একসঙ্গে বসবাস শুরু করে। দীর্ঘ দিন মেলামেশা ও অপেক্ষার পরেও যুবতী সুযোগ না পাওয়ায় অশান্তি শুরু হয়। ইতিমধ্যে যুবতী খোঁজ নিয়ে ওই যুবকের আরও মহিলার সঙ্গে একই ঘটনার ঘটিয়েছে বলে জানতে পারেন। তার প্রতিবাদ করায় যুবতীকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর যুবতী দিন কয়েকের জন্য মায়ের সঙ্গে দেখা করতে যায়। ফিরে এসে দেখে ফ্ল্যাট ফাঁকা। আলমারীর ভিতরে থাকা টাকা গয়না কাগজ পত্র তো বটেই, ঘরের ফ্রিজ এয়ারকুলার, এমনকি পোষ্য কুকুরটিকেও নিয়ে চম্পট দিয়েছে।
এরপরেই তিনি বালি থানায় অভিযোগ জানায়। এরপরেই পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ওই যুবক সহ তিন জনকে গ্রেফতার করে। যদিও ওই যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। যদিও সব হাতিয়ে কেন সে পালিয়ে গেয়েছিল বা কেনই বা ফোন ধরছিল না, সে ব্যাপারে সে পরিস্কার করে কিছু বলতে পারেনি।