কলকাতা: ভাদ্র মাস শেষ হতে চলল। কিন্তু রাজ্যে (State) এখনও বৃষ্টির (Rain) ঘাটতি রয়েছে। তবে এবার সেই ঘাটতি মিটতে চলেছে। অন্তত তেমনই ইঙ্গিত করছে আলিপুর আবহাওয়া দফতর। নেপথ্যে ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত। আর তা ধীরে ধীরে নিম্নচাপের রূপ নেবে কিনা তা এখন দেখার। এই ঘূর্ণাবর্তের অভিমুখ ওড়িশা উপকূল হলেও সরাসরি প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ বুধবার নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। পরোক্ষ প্রভাব বাংলায়অ এর প্রভাব পড়বে। যার ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা পুর্ভাবাস থেকেই যাচ্ছে। এছাড়াও উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতার আকাশ থাকবে মেঘলা। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত এলাকাতেই।
আজ শহর কলকাতায় সকালের দিকে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকার কথা রয়েছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ। বুধবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতি এবং শুক্রবার মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। আগামী শুক্রবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে।
হাওয়া অফিস জানাচ্ছে, ঘুর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। হাওড়া, হুগলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত এই রকমই থাকবে পরিস্থিতি। শনিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তরবঙ্গে কোনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।