কলকাতা: কলকাতার (Kolkata) পাশাপাশি গোটা দেশেই জ্বালানির দাম বেশ চড়া। বিশেষজ্ঞেরা বলছেন, লোকসভা নির্বাচনের আগে কমতে পারে জ্বালানির দাম। ফলে প্রতিদিনই সাধারণ মানুষের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাহলে কি সস্তা হল পেট্রল, ডিজেল? অগাস্ট মাস বৃহস্পতিবার শেষ হতে চলেছে। ৩১ অগাস্টও পেট্রল, ডিজেলের নতুন দাম প্রকাশ করা হয়েছে তেল সংস্থাগুলোর তরফে। এই মুহূর্তে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে জ্বালানির দাম কমার।
কিন্তু জানিয়ে রাখি, ২০২২ সালের ২২ মে দেশে জ্বালানির দামে শেষবার বদল এসেছিল। তারপর থেকে দেশে আর পেট্রল, ডিজেলের দামে কোনও বদল আসেনি। এখনও তেমন কোনও ঘোষণা করা হয়নি কেন্দ্রের তরফে। দেশের একাধিক শহরে পেট্রল এবং ডিজেলের দামে বেশ কিছু পরিবর্তন হয়েছে। একাধিক শহরে পেট্রল ও ডিজেলের দাম হ্রাস পেয়েছে। অপরদিকে, বেশ কয়কটি শহরে পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীবারে সোনা কিনবেন? জানুন আজ কলকাতায় কত যাচ্ছে সোনা-রূপোর দাম
কলকাতায় জ্বালানির দাম কত রয়েছে আজ?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০৬.০৩ টাকা
* প্রতি লিটারে ডিজেলের দাম: ৯২.৭৬ টাকা
কলকাতায় গত ১৫ মাস ধরে জ্বলানির দাম একই রয়েছে।
আজ দিল্লিতে জ্বালানির দাম কত?
* প্রতি লিটারে পেট্রলের দাম: ৯৬.৭২ টাকা
* প্রতি লিটারে ডিজেলের দাম: ৮৯.৬২ টাকা
দিল্লির জ্বালানির মূল্য অন্যান্য মেট্র শহরের থেকে সবচেয়ে কম।
চেন্নাইয়ে আজ জ্বালানির দাম
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০২.৬৩ টাকা
* প্রতি লিটারে ডিজেল দাম: ৯৪.২৪ টাকা।
চেন্নাইয়ে কিন্তু জ্বালানির দাম রয়েছে ভালো চড়া।
মুম্বইয়ে জ্বালানির কী দাম কত, দেখে নিন
* প্রতি লিটারে পেট্রলের দাম: ১০৬.৩১ টাকা
* প্রতি লিটারে ডিজেলের দাম: ৯৪.২৭ টাকা