জঙ্গিপুর: ফের নির্বাচনের বলি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ২ নম্বর ব্লকের বরশিমুলের চরবাজিতপুর গ্রামে তৃণমূল কর্মী মইদুল শেখের মৃত্যু হল রবিবার। নির্বাচনের দিন তাঁর উপর হামবা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় মইদুল শেখ এবং সহিদুর শেখকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। গতকাল রাতে মৃত্যু হয় মইদুলের।
রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান দাবি, ভোটের দিন রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের চরবাজিতপুরে তৃণমূল কর্মী মইদুল এবং সহিদুরের উপর হামলা চালায় জোটের কর্মী সমর্থকেরা। এই ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এখনও পর্যন্ত মুর্শিদাবাদে ভোটের বলি হলেন সাত জন।
আরও পড়ুন: Pradip Ghosh | Baharampur | বজরং নেতার মৃত্যু, নিছক দুর্ঘটনা নাকি খুন!
পঞ্চায়েত ভোটকে ঘিরে হিংসার ছবি দেখা গিয়েছে বিভিন্ন জেলায়। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তি ও সংঘর্ষের ছবি সর্বত্র দেখা যাচ্ছে। সোমবার পুননির্বাচনের দিনও একাধিক এলাকায় সন্ত্রাসের ছবি দেখা যাচ্ছে। একাধিক এলাকায় বোমা-গুলি চালানোর অভিযোগ উঠছে শাসক-বিরোধী দলের বিরুদ্ধে। এমনকী ক্যামেরার সামনে পোলিং অফিসারকে ভয়ে কাঁদেতও দেখা গিয়েছে। তারই মধ্যে ভোট করেছেন তাঁরা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে পোলিং এজেন্টদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।