স্বরূপনগর: তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল সিপিএম-বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন স্ত্রী ও ছেলে। যদিও সিপিএম-বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে,উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুরী গ্রাম পঞ্চায়েতের ভাদুরিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ অগাস্টের দিন রাতে এলাকার কয়েকজন যুবক পিকনিক করছিল। সেই সময় মদ্যপ অবস্থায় যুবকদের উদ্যম নাচ ও বিকট শব্দ সহ্য করতে না পেরে বছর ৭৮-এর তৃণমূল কর্মী গোবিন্দ মণ্ডল প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁর স্ত্রী বাধা দিতে গেলে তিনিও আক্রান্ত হন। সেইসঙ্গে আক্রান্ত হন তাঁর ছেলে তথা তৃণমূল যুবনেতা সমিরন মণ্ডলও। গুরুতর অবস্থায় তাঁদের সকলকে প্রথমে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে গোবিন্দর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মীর চেলে সমীরণ ও তাঁর স্ত্রী।
আরও পড়ুন: বিদ্যুৎ চুরি করা ধরতে গিয়ে এলাকাবাসীদের হাতে আক্রান্ত বিদ্যুৎদফতরের কর্মীরা
মৃতের পরিবার এই ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগের ভিত্তিতে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। তদের নাম অর্জুন মণ্ডল, সুজিত মণ্ডল ও শঙ্কর মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাদেরকে পুলিশে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে স্বরূপনগর থানার পুলিশ।