গঙ্গাসাগর: তৃণমূলের কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকায়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মী গোবিন্দ মণ্ডলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় সাগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল।
পঞ্চায়েত নির্বাচনের আগে দিকে দিকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক হিংসা। এরমধ্যে ঘটে গেল আরও এক হিংসার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দলীয় পার্টি অফিস বন্ধ করে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী গোবিন্দ। অভিয়োগ, সেইসময় রুদ্রনগর এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়ে তাঁর রাস্তা আটকায়। তাঁকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে গোবিন্দ।
আরও পড়ুন: Panchayat Election | তৃণমূলে যোগ দিয়ে নিজেকে বিজেপি প্রার্থী হিসেবে ভোট না দিতে পোস্টার
এরপর স্থানীয়দের সাহায্যে তাঁকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সাগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপির নেতা খগেন মণ্ডল বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। সারা পশ্চিমবঙ্গ দেখেছেন মনোনয়নকে কেন্দ্র করে কীভাবে সন্ত্রাস চালিয়েছে দুষ্কৃতীরা। তৃণমূল দলেই দুষ্কৃতীরা রয়েছে, বিজেপি দলে নয়। মন্ত্রীর দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। বিজেপি কর্মী সমর্থকদের বা দুষ্কৃতীদের সাহস হবে না, এমন দুঃসাহসিক ঘটনা ঘটানোর জন্য। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর। তিনি আরও বলেন, আমরা চাই পুলিশ প্রশাসন তদন্ত করে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাঁদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক।