বোলপুর: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অনুব্রতহীন বীরভূমে ফের ১৪ জন তৃণমূল কর্মী ও নেতাকে বহিষ্কার করল দল। এর আগে ৩১ জনকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল। এ নিয়ে মোট ৪৫ জনকে বহিষ্কার করল বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বোলপুরে জেলা তৃণমূল দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটি।
আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত অনুব্রতহীন বীরভূম। এই অবস্থায় তৃণমূলের কর্মীরা দলীয় সিম্বলের টিকিট না পাওয়াই নির্দল প্রার্থী হয়েছে। বীরভূম জেলায় প্রায় ৪৫ জন তৃণমূলের কর্মীরা নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বী করছে। আগেই বীরভূমের খয়রাশোল, দুবরাজপুর, মুরারয়, সিউড়ি, রামপুরহাট এবং রাজনগর এই ছ’টি ব্লক থেকে ৩১ জন তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এদিন সকালে বীরভূম জেলার আরও ১৪ জনকে দল থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হল। আগেই দলের শীর্ষ নেতৃত্ব এঁদের সতর্ক করেছিল।
আরও পড়ুন: Panchayat Election 2023 | বিজেপিকে কুকুরের সঙ্গে তুলনা মন্ত্রী শশী পাঁজার
সিউড়ির তৃণমূল বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১৪ জনকে দল থেকে বহিষ্কার করেছে। খয়রাশোল ব্লকের পাঁচজন, দুবরাজপুরের তিনজন, সিউড়ি দুইজন, রামপুরহাটের একজন এবং নলহাটির তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে দল টিকিট দেয়নি, তাই দলের বিরুদ্ধে গোজ প্রার্থীকে ভোটে দাঁড়াতে সাহায্য করছেন। এই অভিযোগে পশ্চিম মেদিনীপুরের ৩৬ জনকে সাসপেন্ড করল তৃণমূল। দল টিকিট দেয়নি বলে সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজে থেকে নির্দল প্রার্থী হয়েছিলেন তৃণমূলের একদল নেতাকর্মী। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন তাঁরা। এমন ৩৬ জন যাঁরা ব্লক ও অঞ্চল নেতৃত্বে রয়েছে, তাঁদের সাসপেন্ড করল তৃণমূল।
তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, একদল তৃণমূলের নেতাকর্মী দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছিলেন। তাঁদের প্রথমে অনুরোধ করে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছিল। হুঁশিয়ারি সত্ত্বেও তারা প্রত্যাহার করেননি। তাই মেদিনীপুর সাংগঠনিক জেলার মধ্যে থাকা ৩০ জনকে সাসপেন্ড করা হল দল থেকে।