বসিরহাট: মনোনয়নপত্র তুলে নিতে সিপিএম প্রার্থীকে হুমকির অভিযোগ। এমনকী আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে নির্বাচনবিধি ভঙ্গ করে সিপিএমের মিছিল। শুক্রবার ঘটনাটি ঘটেছে, বসিরহাটের হাসনাবাদের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথে।
হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের সিপিএম প্রার্থী সুজাতা সর্দারের অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রূপমারি বায়নাড়া গ্রামে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার এর প্রতিবাদে এক প্রকার পুলিশি অনুমতি ছাড়াই প্রতিবাদ মিছিল করে সিপিএম। পুলিশ এসে সেই মিছিল আটকে দেয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সিপিএম নেতাকর্মীরা।
আরও পড়ুন: Panchayat Election 2023 | ২০ জেলায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের
তাঁদের অভিযোগ, শাসকদল আমাদের উপর লাগাতার চড়াও হচ্ছে, তখন পুলিশ আসছে না। কিন্তু আমরা তার প্রতিবাদ করতে গেলেই পুলিশ আমাদেরকে নির্বাচনবিধির কথা বলছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকারই তৃণমূলের প্রার্থী তপন মণ্ডস। তিনি বলেন, আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। তৃণমূল কংগ্রেস কোনওভাবেই এর সঙ্গে জড়িত নয়। ইতিমধ্যেই চালু রয়েছে নির্বাচনবিধি। পুলিশকে অনুমতি ছাড়া করা যাবে না কোনওরকম মিটিং বা মিছিল। তা সত্ত্বেও সিপিএম এই মিছিল বার করায় স্বভাবতই পুলিশ গিয়ে সেই মিছিল আটকে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মিছিল করার জন্য সিপিএমের তরফে কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। যার জেরে এই মিছিল স্থগিতের নির্দেশ দিয়েছে পুলিশ।