মুর্শিদাবাদ: দলের ঘোষিত প্রধান প্রার্থী পছন্দ নয় দলেরই একাংশের। প্রধান গঠনের সময়েও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার কাণ্ড মুর্শিদাবাদের তালগ্রামে। বুধবার দুপুরের এই ঘটনায় মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের তালগ্রাম পঞ্চায়েত অফিস চত্বর।
২৩ আসনের তালগ্রাম পঞ্চায়েতে মোট ১৮টি আসন পায় শাসকদল তৃণমূল কংগ্রেস দখল করায় একক সংখ্যাগরিষ্ঠতা পায় ঘাসফুল শিবির। দলের পক্ষ থেকে মমতাজ বেগমকে প্রধান হিসেবে পদ প্রার্থী ঘোষণা করা হলে তাঁর বিরোধিতা করেন দলের টিকিটে জয়ী আজিজা খাতুনের অনুগামীরা। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসার মাত্রা এতোটাই বেড়ে যায় যে, শেষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। খবর দেওয়া পুলিশকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শান্তিতে প্রধান গঠনের কাজ নির্বিঘ্নে ঘটে। তবে দলীয় সিদ্ধান্তকে মেনে না নেওয়ায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন: তৃণমূলকে সরিয়ে পঞ্চায়েত দখল বিজেপির, সঙ্গী সিপিএম
এদিকে শাসকদলকে সরিয়ে এই প্রথম গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনের আগে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করল পঞ্চায়েত অফিস। বুধবার প্রথম দিনের পঞ্চায়েত বোর্ড গঠন করল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বরের গ্রামপঞ্চায়েত। এখানে মোট ১৪টি আসনের মধ্যে ১০টি আসন পায় বিজেপি, তৃণমূল পেয়েছে ৩টি আসন এবং সিপিএম ১টি আসন।