বীরভূম: বুথে হেরে গেলে পঞ্চায়েতের কোনও সহযোগিতা ও উন্নয়ন পাবেন না, তাই তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কসবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান নারায়ণ ভান্ডারি। এই মন্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করানোর লক্ষ্যে দিকে দিকে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে। সঙ্গে রয়েছে রাজ্য পুলিশও। কিন্তু শাসকদলের নেতাকর্মীদের মুখে হুঁশিয়ারি থামছে না। মঙ্গলবার নানুর বিধানসভার অন্তর্গত পাড়ুই থানার কসবা গ্রামে তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী রাখি সিংহের সমর্থনে পথসভা আয়োজন করা হয়। বৃষ্টিকে উপেক্ষা করেই চলে তৃণমূলের সভা। উপস্থিত ছিলেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, তৃণমূল নেতা আকাশ শেখ সহ দলীয় নেতা কর্মীরা।
আরও পড়ুন: Panchayat Election | মুর্শিদাবাদে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, গ্রেফতার ৪
দলীয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন গ্রামের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান নারায়ণ ভান্ডারি। তিনি বলেন, পঞ্চায়েত আমাদের দখলে, ১৫টা আসনের মধ্যে ৯টি আসনে আমরা জিতে আছি। বাকি ৬টি আসন যদি হারিয়ে দেন, তাহলে এই ৬টি বুথে কোনওরকম উন্নয়ন হবে না। এমনকী পঞ্চায়েতে এলেও কোনও সহযোগিতা পাবেন না। আমাদের কাছে দরবার করলেও কোনও কাজ হবে না বলেও হঁশিয়ারি দেন নারায়ণ।
তিনি আরও বলেন, একটা কথা মাথায় রাখুন, প্রত্যেকটা বুথে যেন তৃণমূলের প্রার্থী জেতে। তবে এই নিয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন, নারায়ন ভান্ডারির ব্যক্তিগত মতামত, তবে এই সমস্ত পথেই তৃণমূলই জিতবে।