দিনহাটা: ‘দ্বিতীয় সুযোগ বার বার আসে না৷ সকলের কাছে আসেওনি৷ দিনহাটার মানুষের কাছে দ্বিতীয়বার ভুল শোধরানোর সুযোগ এসেছে৷ তা হাত ছাড়া করা উচিত নয়৷’ শনিবার কোচবিহারের দিনহাটা বিধানসভা উপ-নির্বাচনে ভোটের প্রচারে এমনটাই বললেন যুব তৃণমূলের রাজ্যসভা নেত্রী সায়নী ঘোষ৷ দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর ভোটের প্রচারে দিনহাটা শহরের পাঁচমাথা মোড়ের জনসভায় সায়নী ঘোষ ছাড়াও প্রার্থী উদয়ন গুহ, তৃণমূল জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন,মন্ত্রী বুলুচিক বড়াইক, প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী, পার্থ প্রতিম রায় প্রমুখ উপস্থিত ছিলেন৷
এ দিন সায়নী ঘোষ বলেন, ‘ দিনহাটা মানুষের আত্মসমালোচনা করার সময় এসেছে৷ দ্বিতীয়বার ভুল শোধরানোর সুযোগ এসেছে৷ আমরাও বলতে পারি, আমরা আগের থেকে ভালো রেজাল্ট করলাম না৷ কিন্তু, সুযোগটা আগে আপনাদের দিতে হবে৷ তারপর আমরা কাজ না করতে পারলে, আমাদের বলবেন৷’ এই ভাবেই তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে ভোটে দেওয়ার আহ্বান জানান সায়নী ঘোষ৷ এরপরই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিক আক্রমণ করে সায়নী ঘোষ বলনে, ‘যে নিশীথ প্রামাণিককে ভোটে দিয়েছেন, তিনি সারাক্ষণ বাংলা ভাগের কথা বলেন৷ উনি ভাবতে পারেন বাংলা ভাগ হলে তাঁকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হতে পারে! কিন্তু, তাঁর কলেজের সার্টিফিকেট স্কুল থেকে বেরিয়েছে৷ তাই, এরকম একটা লোকের হাতে আমরা দায়িত্ব তুলে দিতে পারি না৷’
আরও পড়ুন-রাজ্যে ফের হাজারের কাছাকাছি দৈনিক করোনা সংক্রমণ, শীর্ষে কলকাতা
শুধু নিশীথ প্রামাণিককে নয়, লাগাতার জ্বালানির মুল্য বৃদ্ধি, ক্ষুধার সুচকে ভারতের পিছিয়ে যাওয়া, করোনা ভ্যাকসিন প্রদানে কেন্দ্রের বৈষম্য ইত্যাদি বিষয়ে বিজেপিকে আক্রমণ করেনি সায়নী৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা-বোন’দের ক্ষমতায়ানে উন্নয়ন মুলর প্রকল্পের কথা তুলে ধরেন৷ সীমান্ত লাগোয়া দিনহাটায় দাঁড়িয়ে বিজেপি ধর্মের রাজনীতিকরে বিভেদ সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগহ তোলা হয়৷