বহরমপুর: ভোটের মাত্র পাঁচ দিন বাকি। সেই সময়েও তৃণমূলের ভাঙন অব্যাহত। সোমবার হরিহরপাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য, তৃনমুল বুথ সভাপতি এবং তৃনমুল অঞ্চল যুব সভাপতি সহ ৭০ জন কর্মী-সমর্থক দল ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ভোটের আগে শাসকদলের এদিনের এই ভাঙন, নির্বাচনে বেশ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।
সোমবার বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরী বলেন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান নতুন কিছু নয়। বিগত কয়েক মাস ধরে তৃণমূলের কর্মী-সমর্থকেরা দল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন। হরিহরপাড়া ব্লকের মালোপাড়া পঞ্চায়েতের তৃণমূলের নেতাকর্মীরা যোগদান করায় তিনি তাঁদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। যোগদানকারীরা জানান, দলে সম্মান না পেয়েই তাঁরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Central Force | রাজ্যে আসছে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী, আদালতে জানাল কমিশন
নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে চাপানউতোর। সোমবার পর্যন্ত রাজ্যে ১৫ জনের মৃত্যুর খবর এসেছে। ভোটের আগে একাধিক এলাকা থেকে উদ্ধার হচ্ছে বোমা। ইতিমধ্যে রাজ্য়ের একাধিক এলাকায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাতেও সংঘর্ষ কমছে না শাসক-বিরোধীদের মধ্য়ে। ভোটের আগেই এমন রণক্ষেত্র চেহারায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচন ও ফলাফলের দিন পরিস্থিতি কোন দিকে এগোতে থাকে, সেদিকেই নজর রয়েছে সকলের।