মুর্শিদাবাদ: চারদিন কেটে গেলেও মুর্শিদাবাদের কান্দি মহকুমার ৫ ব্লকে শাসকদলের মনোনয়ন পত্র জমা পড়েনি একটাও। শূন্যতেই দাঁড়িয়ে ঘাসফুল শিবির। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যের ব্লকে ব্লকে টানা চার দিন ধরে চলছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ৷ তবে মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদের কান্দি মহকুমার ৫ ব্লক শাসকদল তৃণমূলের মনোনয়ন পত্র জমা দেওয়ার সংখ্যা এখনও শূন্যতেই দাঁড়িয়ে। মহকুমার খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর ১ ও ২ নম্বর ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত স্তরের একটি আসনেও মনোনয়ন জমা পড়েনি। কারণ, এখনও পর্যন্ত প্রার্থী তালিকায়প্রকাশ করেনি দল।
এনিয়ে বিরোধীদের কটাক্ষ, দলে গোষ্ঠীকোন্দল ও সমম্বয়ের অভাবেই শাসকদলের এই অবস্থা। যদিও দলের প্রার্থী তালিকায় অপেক্ষায় না থেকে বিদায়ী প্রধান সহ জন প্রতিনিধিরা নিজের দায়ত্বেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ এগিয়ে রাখতে ডিসিআর কাটার কাজ শুরু করে দিয়েছে। তবে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত মোট চারদিন ধরে মনোনয়নের ধারে কাছে পৌঁছতে না পারায় চরম বিপাকে ঘাসফুল শিবির নেতৃত্ব।
এদিকে পঞ্চায়েত ভোটের মনোনয়নকে ঘিরে দফায় দফায় সংঘর্ষের ছবি উঠে আসছে। সকাল থেকেই একাধিক এলাকায় মনোনয়ন-সন্ত্রাসের ছবি উঠে আসছে। কোথাও মনোনয়নে বাধা, আবার কোথাও বিরোধীদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশের সামনেই বিরোধীদের মারধর করা হয়। এদিন ভাঙড়ে আইএসএফ কর্মীদের মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সামনেই মুড়ি মুড়কির মতো বোমাবৈজির অভিযোগ ওঠে। এমনকী ৭ রাউন্ড গুলিও চালানো হয়। পরিস্থিতি এতটাই উত্তেজিত যে, বেশকিছু এলাকায় ব়্যাফ নামানো হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা সহ দোষীদের শাস্তির দাবিতে একাধিক জায়গায় বিক্ষোভে সামিল হয়েছে বিরোধী শিবির।