রায়না: পঞ্চায়েত ভোটের হিংসা যেন পিছু ছাড়ছে না। রাজ্য জুড়েই চলছে হিংসা ও সন্ত্রাস। প্রতিদিনই শাসক-বিরোধী সংঘর্ষের খবর শিরোনামে উঠে আসছে। এবার গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল রায়না। পঞ্চায়েত নির্বাচনের পর বোর্ড গঠনের দিন থেকেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের রায়না। বিধায়ক শম্পা ধারার গোষ্ঠী বনাম রায়না ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বামদেব মণ্ডলের গোষ্ঠীর বিবাদে ফের রক্ত ঝড়ল। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েচে। এখনও পর্যন্ত এই ঘটনায় রায়না থানার পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাঠে কাজে যাওয়ার সময় রায়নার নাড়ুগ্রাম পঞ্চায়েতের শ্রীপুর হিট্টা গ্রামে তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন অন্য এক গোষ্ঠীর লোকজনের উপর হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা মারধরও করা হয় তাঁদের। ঘটনায় মির্জা বসির আলি নামে এক ব্যক্তি গুরুতর জখম হন। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: আইন আনা দরকার, যাদবপুর কাণ্ডে ব়্যাগিং নিয়ে সরব ‘দাদা’
আক্রান্ত ওই ব্যক্তি বলেন, আমরা বিধায়কের দল করি। ব্লক সভাপতির লোকজন পঞ্চায়েত ভোটের পর থেকে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল বিধায়কের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, শম্পার গুন্ডাবাহিনী হিজলনা সহ বিভিন্ন জায়গায় আমাদের দলের উপপ্রধান সহ বেশ কয়েকজনের উপর লাগাতর হামলা চালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র তরে রণক্ষেত্রের চেহারা নেয় রায়না। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুপক্ষের মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।