গোবরডাঙা: ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। উত্তর ২৪ পরগনার গোবরডাঙার মছলন্দপুরের এক নম্বর পঞ্চায়েতের বামনডাঙা গ্রাম এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এই ঘটনার জেরে জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। তাঁকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাইকও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম আশরাফ মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে বামনডাঙা তেঁতুলতলা এলাকায় তাঁর উপর চড়াও হয় কয়েকজন। অভিযোগ, তাঁর বাইক আটকে তাঁকে বেধড়ক মারধর করা হয় ও ভাঙচুর করা হয় বাইকও। আশঙ্কাজনক অবস্থায় আশরাফকে প্রথমে হাবড়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | TMC Inner Clash | ফের উত্তপ্ত বীরভূম, শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে জখম ৪
অভিযোগ, মূলত গণ্ডগোল আতাউর জামান ওরফে টিঙ্কু গোষ্ঠীর সঙ্গে ইলিয়াস মোল্লার গোষ্ঠী-সমর্থকদের। দুজনেই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী। আশরাফ টিঙ্কু ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তবে এলাকার তৃণমূল প্রার্থীর দাবি, টিঙ্কু ও আশরাফ বিজেপির সঙ্গে জোগসাজগ রেখে এলাকা উত্তপ্ত করছে। এলাকাকে ভাঙড় করে দেওয়ার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আক্রান্ত আশরাফের পরিবার। তারাও দীর্ঘদিন ধরে তৃণমূল করছে। ঘটনায় গোবরডাঙা থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য,পঞ্চায়েত ভোটের প্রাক্কাল থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়িয়েছে। গত ২৪ দিনে রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রথম থেকেই হিংসার ঘটনায় সরব রাজ্যপাল। তিনি একাধিক জানিয়েছেন, কোনও ভাবে রাজ্যে হিংসা বরদাস্ত নয়। এদিনও তাঁকে ফের সরব হতে দেখা যায়। তিনি বলেন, রক্তের হোলি খেলা বন্ধ হওয়া দরকার। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি দেখেছি। কারা অশান্তির পিছনে তার তথ্য আমার কাছে রয়েছে। হিংসার যে আগুন রাজ্যের জেলায় জেলায় ছড়িয়েছে সেই দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। কে হিংসা ছড়াচ্ছে, তা আমার কাছে বড় কথা নয়। হিংসায় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এটাই বড় কথা।আইনশৃঙ্খলা নিয়ে কড়া মন্তব্য করার পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনে ভূমিকা নিয়ে তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনারের উচিত সুষ্ঠু ও অবাধ ভোট করান। ৪৮ ঘণ্টা আমি অপেক্ষা করব। তার মধ্যে কী ব্যবস্থা নেওয়া হয় দেখব।