পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দল ছাড়লেন তৃণমূলের এসটি সেলের প্রাক্তন সভাপতি। সোমবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের এসটি সেলের প্রাক্তন সভাপতি ভদ্র হেমরম। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এসটি সেলের প্রাক্তন সভাপতির পদত্যাগে অনেকটাই ব্যাকফুটে পড়ল তৃণমূল।
পঞ্চায়েত নির্বাচন যতদিন এগিয়ে আসছে দল ছাড়া হিড়িক অব্যাহত। বিধানসভা ভোটের সময় যাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মঞ্চে দেখা যেত তিনি বিধানসভা ভোটের পরে থেকে দলে তিনি ব্রাত্য। আর তাই তিনি পঞ্চায়েত নির্বাচনের আগে দল ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রীকে। তৃণমূলের শাখা সংগঠন এসটি সেলের প্রাক্তন নেতার পদত্যাগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সমস্ত অভিযোগ জানালেও চিঠির কোনও উত্তর না আসায় অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্ষেপের কথা বললেন তিনি।
একইসঙ্গে তাঁর ২৫ বছরের তৃণমূলের রাজনৈতিক কর্মজীবনের অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি এবং সেই চিঠির কপি জেলা সভাপতি সুজয় হাজরা ও জেলা তৃণমূলের কো-অডিনেটর অজিত মাইতিকেও পাঠিয়ে দিয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানান, জেলা সভাপতিকে তিনি জানিয়েছেন ভদ্র’র সঙ্গে দ্রুত কথা বলে নিয়ে তাঁকে দলের কাজে লাগাতে। এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি, বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী জানান, কোনও ভালো লোক আর তৃণমূল কংগ্রেসে থাকতে চাইছে না। আগামী দিন সকলেই ওই দল ছেড়ে বেরিয়ে আসবে।