বনগাঁ: বিক্ষুব্ধ তৃণমূলের ১৯ জন গোজ প্রার্থীদের বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস, হাস্যকর বলে কটাক্ষ বিজেপির। বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ তৃণমূলের সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ দাস বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীদের বহিষ্কারের কথা ঘোষণা করেন। বনগাঁ সাংগঠনিক জেলা এলাকায় তৃণমূলের যে সমস্ত বিক্ষুব্ধ নেতাকর্মীরা নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাদেরকেই বহিষ্কার করা হল বলে ঘোষণা করলেন তিনি।
এর আগেও জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদেরকে মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি ৭২ ঘণ্টা সময় দেওয়ার পরেও যে সমস্ত নির্দল প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার না করে নির্দল হয়ে লড়াই করছেন তাদেরকেই বহিষ্কার করলেন। এদিন মোট ১৯ জনকে বহিষ্কারের ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন: Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় ভান্ডানি মন্দিরে পুজো জেলা তৃণমূল নেতৃ্ত্বের
নির্দল প্রার্থীদের বহিষ্কারের ঘটনাকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, যিনি বহিষ্কার করলেন তিনি কোন দলের? জেতার পরে আবার তৃণমূলেই ফিরিয়ে নেওয়া হবে তাদের বলেও কটাক্ষ করেন ওই বিজেপি নেতা।
রাজ্য়ের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তালিকা পছন্দ না হওয়ায় একাধিক এলাকায় নির্দল প্রার্থী দিয়েছে শাসক থেকে নিরোধী দলের কর্মীরা। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও নির্দেশ দিয়েছিল দলীয় কর্মীরা যেন নির্দল প্রার্থী থেকে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। না হলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। সেইমতো তৃণমূলের বনগাঁ সাংগঠনিক সভাপতি বিশ্বজিত দাস ১৯ জনকে বহিষ্কার করেন। রাজনৈতিক মহলের মতে, এর ফলে বিরোধীদের বেশ খানিকটা লাভই হবে। যদিও তা বোঝা যাবে ভোটের ফলাফলে।