চাঁচল: কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মালদহের চাঁচল। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগেরর তির কংগ্রেসের দিকে। জানা গিয়েছে, মহালয়ার দিন ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। সপ্তমীর দিন কংগ্রেসকর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে সেই অভিযোগ।
এদিকে পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ।