জলপাইগুড়ি: লোকসভা নির্বাচনের (Loksabha Vote) খরচের জন্য প্রয়োজন ছিল টাকা। তাই রিসর্ট মালিকের কাছে দাবি করা হয়েছিল মোটা অঙ্কের ডোনেশন, এমটাই অভিযোগ রিসর্ট মালিকের। দাবি মতো টাকা দিতে না দেওয়ায় রিসর্টের গেটে তৃণমূলের (TMC) দলীয় পতাকা লাগিয়ে বন্ধ করে দেওয়া হলো রিসর্ট । ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের বানারহাট এলাকায়। বানারহাট থানার অন্তর্গত ডায়না নদীর ধারে আপার কলাবাড়ি এলাকায় রয়েছে একটি বেসরকারি রিসর্ট, সেই রিসর্ট মালিকের কাছে তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি দাবি করেছিলেন মোটা টাকা। কিন্তু রিসর্ট মালিক দাবি মতো টাকা দিতে অপারগ হওয়ায় জুটেছিল হুমকি। এমনটাই দাবি রিসর্ট মালিক শেখ জিয়াউর রহমানের।
যেমন হুমকি তেমনি কাজ, ভোট মিটতেই তৃণমূলের দলীয় পতাকা গেটে লাগিয়ে তালা মেরে বন্ধ করে দেওয়া হল রিসর্ট। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে । ইতিমধ্যে বানারহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রিসর্ট মালিক, আর সেই মতো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পানাহার থানার পুলিশ আধিকারিকরা গেলেও গেটের তালা খুলতে পারেনি। পুলিশের তরফে পরামর্শ দেওয়া হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য এমনটাই দাবি করেছেন রিসর্ট মালিক। রবিবার ছুটির দিন দিনে প্রচুর পর্যটক ঘুরতে আসেন উল্টো বাড়ি দেখতে। এদিনও প্রচুর পর্যটক ঘুরতে আসেন। কিন্তু পর্যটন কেন্দ্রে এসে দেখতে পান গেটে তালা মারা। সমস্ত পর্যটকদের ঘুরিয়ে দেওয়া হয় ।
আরও পড়ুন: হস্টেলের ভূগর্ভস্থ জলের ট্যাঙ্কে মৃত্যু যুবকের
রিসর্ট মালিক শেখ জিয়াউর রহমান বলেন, ভোটের কিছুদিন আগে তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি চাঁদা দাবি করে। সেই মতো আমি অঞ্চল সভাপতিকে সাত হাজার টাকা এবং ব্লক সভাপতিকে দশ হাজার টাকা পাঠাই। সেই টাকা পাঠানোর পর তৃণমূলে ব্লক সভাপতি আমাকে ফোন করে বলেন ভিক্ষা পাঠিয়েছেন। ১০ হাজার টাকায় তার মন ভরেনি। যেহেতু ঈদ ছিল এবং মার্চ মাস হাতে টাকা নেই তাই দুজনকে ১৭ হাজার টাকা পাঠিয়েছিলাম। আমি এও বলেছিলাম উপস্থিত এই টাকাটা দিলাম, পরবর্তীতে টাকা লাগলে আমি আরও কিছু টাকা দিব। তিনি কথাটা মানেন না এবং সেই টাকা ফেরত পাঠান। এমনকী ধমকিদেন যে কয়েক দিনের মধ্যেই দেখে নেবার।এমনকি অঞ্চল সভাপতি ও আমার ম্যানেজারকে ফোন করে হুমকি দেয় বলে এতদিন আমার ভালো রূপ দেখে ছিলে এবার খারাপ রূপ দেখবে। এবং সে হুমকি দেয় যে ২১ তারিখের রিসর্টে তালা মারবে। আজ সকাল দশটা নাগাদ দেখি আচমকাই তৃণমূলের ফ্ল্যাট নিয়ে এসে কিছু লোক আমার গেটে তালা মেরে তৃনমলের পতাকা লাগিয়ে দেয়। আমি বানারহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।
অভিযুক্ত অঞ্চল সভাপতি গোটা অভিযোগ অস্বীকার করেছে। আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃনমুল অঞ্চল সভাপতি পৃথ্বীরাজ ছেত্রী বলেন, তৃনমুল বা তার লোক রিসর্ট এর গেটে তালা লাগায়নি। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কোনো গন্ডগোল ছিলো দীর্ঘদিনের। তারাই তালা মেড়েছে। তৃনমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক অরুপ দে বলেন, বিষয়টি তার জানা নেই সংবাদমাধ্যমের কাছ থেকেই শুনতে পেরেছেন। যদি কেউ এই ধরনের দল বিরোধী কাজ করে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দল কোনওদিন এই ধরনের কাজকে সমর্থন করে না। ঘুরতে আসা পর্যটক সৈকত রায় বলেন , রবিবার ছুটির দিন বলে বউ বাচ্চা কে নিয়ে বেড়াতে এসেছিলাম । এসে দেখি গেটে তালা মারা তৃনমূলের পতাকা লাগানো । এবিষয়ে বানারহাট থানার আই সি সমীর দেওসা বলেন, আমরা অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও খবর দেখুন