কলকাতা: গভীর রাতে তৃণমূল প্রার্থীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতন এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন আসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বেলমুলা গ্রামে গতকাল রাতে তৃণমূলের অঞ্চল সভাপতি তথা এবারের পঞ্চায়েত সমিতির প্রার্থী উত্তম বেরার মুদির দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশ ও বেলদার এসডিপিওকে। আগুন লাগার নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতার।
আরও পড়ুন: Kaliaganj Case | Calcutta High Court | কালিয়াগঞ্জ নাবালিকা খুনে পুলিশি রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত
উত্তম বলেন, পাকার ঘরের ভেন্টিলেটর ভেঙে আগুন দেওয়া হয়েছে। আমি অঞ্চল সভাপতি প্রার্থী হওয়ায় বহুদিন ধরেই পিছনে লেগেছিল। এমনিতে জিততে পারবে না। তাই আমার একমাত্র সম্বল দোকানে আগুন লাগিয়ে দিল। ঘটনায় প্রত্যক্ষভাবে বিজেপির যোগসাজশ রয়েছে। সঠিক তদন্ত হলে এর প্রমাণও পাওয়া যাবে। ওদের সামনে আসার ক্ষমতা নেই, তাই পিছন থেকে এই সমস্ত করে আমাকে আটকে দেবে ভাবছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি।