বাঁকুড়া: দুইপাশে দুই জ্যান্ত লক্ষীকে সাথে নিয়ে কখন হাতে ফুটবল নাচাতে নাচাতে আবার কখন পায়ে ফুটবল খেলতে খেলতে রাজপথ কাঁপালেন সুজাতা (Sujata Mondal)। এটায় জয়ের খেলা, দাবি সুজাতার। স্বপ্ন দেখা ভালো, কটাক্ষ সৌমিত্রের (Soumitra Khan)।
জোড়া জ্যান্ত লক্ষীকে দুইপাশে নিয়ে ফুটবল খেলতে খেলতে প্রচারে জয়পুরের রাজপথের মাটি কাঁপালেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। হাজার হাজার দলীয় কর্মীদের নিয়ে জমাটি মিছিলের উচ্ছ্বাস ৪ জুনের আগাম বিজয় মিছিল বলে দাবি সুজাতার। স্বপ্ন দেখা ভালো, কটাক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্রের।
আরও পড়ুন: আরও ৫৯ হাজার লোকের চাকরি যাওয়া সময়ের অপেক্ষা, দাবি বিজেপি বিধায়কের
প্রচারে বড় চমক দিচ্ছে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা। তা সাড়াও ফেলে বাজারে। বিষ্ণুপুর লোকসভার জয়পুরে ফের চমক দেখালেন সুজাতার। জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্বের উদ্যোগে বুধবার সন্ধ্যের জয়পুরের মাটি কাঁপিয়ে প্রচারে নজর কাড়ল সুজাতা। জোড়া জ্যান্ত লক্ষীকে দুই পাশে নিয়ে মহামিছিলে হাঁটতে হাঁটতে কখনও হাতে ফুটবল নাচালেন আবার রাজপথে ফুটবল নিয়ে দেখালেন পায়ের কেরামতি। এইভাবে জয়পুরের কুম্ভস্থল মোড় থেকে জয়পুর বাসস্ট্যাণ্ড পর্য্যন্ত ১ কিমি রাস্তা খেলা দেখাতে দেখাতে জনসংযোগ করে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এদিনের জয়পুরের মহামিছিলে হাজার হাজার কর্মীর ভিড় ছিল চোখে পড়ার মত। তবে মিছিলে মহিলাদের উৎসাহ যেন জয়পুরের তৃণমূলকে অনেক বেশি অক্সিজেন দিল। মিছিলে হাঁটতে হাঁটতে সুজাতা বলেন, লক্ষীর ভান্ডারের ডবল টাকা তাই জোড়া লক্ষীকে সঙ্গে নিয়ে আর ফুটবল খেলতে খেলতে খেলা হবে দাবি করে এই মিছিলের উচ্ছ্বাস হল ৪ জুনের আগাম বিজয় মিছিল বলে দাবি করলেন সুজাতা। সুজাতার এই দাবিকে কটাক্ষ করেছেন বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি সুস্থ থাকুন স্বপ্ন দেখা ভালো, আরামবাগে বিধায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, বিষ্ণুপুরের মানুষও স্বপ্ন দেখাবে বলেই কটাক্ষ বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর।
আরও খবর দেখুন