হুগলি: আসন্ন লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র (Hooghly Lok Sabha) থেকে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)-কে তৃণমূল-কংগ্রেস (TMC) প্রার্থী করার পরেই নানান আলোচনা শুরু হয়েছে। অভিনয় জগতের সহকর্মী, গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের জয়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) এবার হুগলি কেন্দ্র থেকে রচনার প্রতিদ্বন্ধি। লকেটের বিরুদ্ধেই ভোটযুদ্ধে নেমেছেন রচনা। হুগলির অলিগলি জুড়ে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)
যদিও বিগত কয়েকদিনে প্রচারে নেমে অসংখ্যবার বিতর্কে জড়িয়েছেন রচনা। ‘হুগলির উন্নয়ন’ নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য রীতিমতো শোরগোল ফেলেছে সোশাল মিডিয়ায়। তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে কটাক্ষের অন্ত নেই। নেটপাড়ায় ট্রোল-মিমের কত কিছু। তবে হাল ছাড়ার পাত্রী নন ‘দিদি নম্বর ওয়ান’-ও। পান্ডুয়ায় প্রচারে এসে বললেন, ‘আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে এসেছি’।
আরও পড়ুন: সম্প্রীতির অনন্য নজির, মুসলিম ভাইয়ের জল খেয়ে রাম নবমীর মিছিলে ভক্তরা
পান্ডুয়ার বিভিন্ন গ্রামে শোভাযাত্রা করে রবিবাসরীয় ভোটপ্রচার সারেন তৃণমূলের রচনা। ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের নাচ থেকে তাসা, সবই ছিল রচনার প্রচারে। প্রচণ্ড গরমের মধ্যেও তৃণমূলের তারকা প্রার্থীকে দেখতে রাস্তায় ভিড় জমান গ্রামের মহিলারা। ভোটারদের শুভেচ্ছা জানিয়ে ঘাসফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান তৃণমূল প্রার্থী। প্রচার করতে করতে রচনা বলেন, গরমের সময় গরম হবে, শীতকালে ঠান্ডা হবে। সে তো মেনে নিতে হবে। তবে এই গরমে মানুষের দাঁড়িয়ে থাকাটা অভাবনীয়। প্রচারে ভালো সাড়া পাচ্ছি। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে টানা প্রচারে গলা ভেঙেছে অভিনেত্রীর। কিন্তু এই সবকে ডোন্ট কেয়ার, প্রচারে কোনও ফাঁক রাখতে নারাজ রচনা। হুগলি আসনে গত বার বিজেপি জিতেছে। প্রতিদ্বন্দ্বী লকেটকে ভোটে পরাস্ত করতে পারবেন? এই প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থীর জবাব, আমি বিজেপি (BJP)-কে হারাতে আসিনি। মানুষ যাঁকে চাইবেন তাঁর পাশে থাকবেন।
আরও খবর দেখুন