ধূপগুড়ি: পুলিশ কর্মীর নেতৃত্বে তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি এলাকা উত্তেজিত হয়ে পড়ে। অভিযোগ, জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারের (গ্রামীণ) নিরাপত্তা রক্ষী মহাদেব রায় সহ বিজেপির কর্মীরা তৃণমূল কর্মীর চার-পাঁচ জনের উপর আক্রমণ চালায়। এমনকী তাঁদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। তৃণমূলের দাবি, পুলিশ সুপারের নিরাপত্তরক্ষী গ্রাম পঞ্চায়েত স্তরে সরাসরি বিজেপিকে সমর্থন করছেন।
তৃণমূল সূত্রে খবর, বুধবার রাতে শাসকদলের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় অতর্কিতভাবে বিজেপি কর্মীরা তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। হামলার মাঝেই মহাদেব রায় ময়দানে নেমে শাসকদলের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ঢিল ছুঁড়তে শুরু করেন। শাসকদলের কর্মীদেরকে তাড়ানোর চেষ্টা করে বলে অভিযোগ। সেই ঢিলের আঘাতেই একজনের মাথা ফাটে এবং বাকি তিনজনের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে বলে দাবি তৃণমূলের কর্মীদের।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Bongaon | TMC | BJP | বিজেপি প্রার্থীর বাড়ির সামনে বোমা, সাদা থান, মালা!
এই ঘটনার পরই তৃণমূলে বিদায়ী প্রধান ধর্ম নারায়ণ রায় ও অঞ্চল সভাপতি তক্ষমোহন রায় সহ প্রায় ৭০ থেকে ৮০ জন কর্মী-সমর্থকেরা ধুপগুড়ি থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান ওঠে, অতিরিক্ত পুলিশ সুপারের নিরাপত্তা রক্ষী মহাদেব রায়কে দ্রুত গ্রেফতার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনে নামার হঁশিয়ারিও দেওয়া হয়। এই ঘটনায় কমবেশি চাপের মুখে পড়তে হয় ধুপগুড়ি থানার পুলিশ আধিকারিকদের। রাতেই আক্রান্তরা ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত ঘটনায় ওই নিরপত্তারক্ষীর কোনও মন্তব্য পাওয়া যায়নি।