জলপাইগুড়ি: বিজেপির দলীয় পতাকায় কন্ডোম লাগানোর অভিযোগের উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার শিকারপুর চা বাগানের ডিপোলাইন এলাকায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ১৮/৫১বুথের ডিপোলাইনের বিজেপি প্রার্থী অলকা কুজুর বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। রাজগঞ্জ থানার বেলাকাওবা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পতাকাটি তুলে নিয়ে আসা পুলিশ। বিজেপির পতাকায় কন্ডোম লাগানোর অভিযোগ ওঠার পরেই চাঞ্চল্যের তৈরি হয়েছে এলাকায়।
বিজেপি কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন, আজ সকালে আমাকে আমার দলের নেতারা ফোন করে বিষয়টি জানান। শিকারপুর চা বাগানে বিজেপি দলীয় পতাকায় কণ্ডোম লাগিয়ে দেওয়া হয়েছে। আমিও ঘটনাস্থলে আসি। দেখি সত্যিই এই নির্লজ্য কাজটি করা হয়েছে। আমরা মনে করি এটা তৃণমূল ছাড়া কেউ করেনি। আমরা বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ দায়ের করছি।
রাজগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের বিজেপি প্রার্থী অলকা কুজুর বলেন, আজ যা হল তা ভালো হল না। শিকারপুরে আমাদের দলের অবস্থা যথেষ্টই ভালো। দলীয় পতাকায় নোংরা জিনিস লাগানো ছিল। পতাকাটি পুলিশ নিয়ে গিয়েছে। বেলাকোবা ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। আমরা গোটা ঘটনার তদন্তের দাবি করছি। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অতি শীঘ্রই খুঁজে বের করতে হবে পুলিশকে।