হুগলি: গণনা শেষে জয়ী বিজেপি এবং সিপিএম প্রার্থীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জোর করে হারিয়ে দিয়ে মুচলেখা লিখিয়ে গণনা কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল তারকেশ্বর গার্লস স্কুল গণনাকেন্দ্রে।
বিরোধীদের অভিযোগ, কেউ জিতেছেন ১০০ ভোটে, তো কেউ ৫০ ভোটে। অভিযোগ, পুলিশের সামনেই তাঁদের মুচলেখা লিখিয়ে নেওয়া হচ্ছে তারা পরাজিত হয়েছেন। মুচলেখা লেখানোর পর পুলিশের সামনেই তাঁদের মারধোর করে বের করে দেওয়া হয়। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
আরও পড়ুন: Panchayat Election 2023 | commission website | গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট বিভ্রাট
এদিকে তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বিডিও অফিস সংলগ্ন ভোট গণনাকেন্দ্রে। তিরধনুক নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। সংঘর্ষে কয়েক জন জখম হয়েছেন। বেশ কয়েকটি বাইক এবং স্কুটিতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।