কলকাতা: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে রাজ্যে ঝড়, বৃষ্টির (Rain) পূর্বাভাস। ৩০-৪০ কিমি বেগে বইবে ঝড়। জানাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office)। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে (Weather Update), আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও দু’-চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আর্দ্র এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা। বুধবার থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ওই জেলাগুলিতে তাপমাত্রা ছাড়াবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: হিন্দু মহাসভা প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সংগঠনের সভাপতির!
বুধবার থেকে শনিবারের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা (Heatwave Alert) থাকছে। আগামী দু’দিনে এইসব জেলায় ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে তাপমাত্রা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি।
আরও খবর দেখুন