কলকাতা: বল ভেবে ছুঁড়ে ফেলতেই বিকট শব্দে বিস্ফোরণ (Bomb Blast)। তাতেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ১১ বছরের নাবালক। ঘটনা অল্পবিস্তর আহত হয়েছেন আরও ৪ নাবালক। তবে আঘাত বিশেষ গুরুতর নয়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে কালিয়াচক ১ নম্বর ব্লকের বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কালিয়াচক থানার পুলিশ। তবে উদ্ধার হয়নি বোমা। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এদিন দিনুটোলা গ্রামের পাঁচ নাবালক একটি পরিত্যক্ত বাড়িতে খেলছিল। সেই সময় তাঁরা দেখে ছোট একটি বল। সেই বল মাটিতে আছাড় মারতেই বিকট শব্দে ফেটে যায় বল-বোমা। জ্ঞান হারায় পাঁচ নাবালক। এদিকে, বোমার আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই সুশ্রূষা করে সবার জ্ঞান ফিরিয়ে আনেন ৷ পাঁচজনকেই স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ৷
আরও পড়ুন: গরু পাচার রুখতে গিয়ে প্রাণ গেল একজনের, আহত দুই পুলিশ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দিনুটোলা গ্রামের পাঁচ নাবালক একটি পরিত্যক্ত বাড়িতে খেলছিল ৷ সেই সময় তাদের নজরে যায়, একটি ঘরে পড়ে রয়েছে ছোট একটি বল ৷ সেটি মাটিতে আছড়ে মারতেই বিকট শব্দে ফেটে যায় সেই বল-বোমা ৷ জ্ঞান হারায় পাঁচ নাবালক ৷ এদিকে বোমার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে দৌড়ে আসেন ৷ তাঁরাই সুশ্রূষা করে সবার জ্ঞান ফিরিয়ে আনেন ৷ পাঁচজনকেই স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
চার কিশোরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজনকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তার আঘাত খানিকটা গুরুতর বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷
দেখুন আরও খবর: