বোলপুর: যাদবপুরের পর এবার বিশ্বভারতী। বিশ্বভারতীর ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বিভাগের তিন ছাত্রের বিরুদ্ধে তাঁদেরই সহপাঠীকে র্যাগিং করার অভিযোগ উঠল। সেই অভিযোগ পাওয়া সত্ত্বেই বিশ্বভারতী কর্তৃপক্ষ মিটিং ডেকে ইতিমধ্যেই দুই ছাত্রকে হস্টেল থেকে বের করে দিয়েছে বলে খবর। গভীর রাত পর্যন্ত চলে মিটিং। তারপরে অভিযুক্ত এবং অভিযোগকারী তিন ছাত্রকে পূর্বপল্লী গেস্ট হাউসে রাখা হয়েছে বর্তমানে।
বিশ্বভারতী সূত্রের খবর, ২ ছাত্রকে ইতিমধ্যে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আরও এক ছাত্রের খোঁজ চালাচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছু বলতে নারাজ। সেইসঙ্গে অভিযুক্ত বা অভিযোগকারী ছাত্রদেরকেও কিছু বলেনি তাঁরা।