মুর্শিদাবাদ: ভাঙন অব্য়াহত তৃণমূলে। পঞ্চায়েত নির্বাচনের বাকি মাত্র দুদিন। তার আগে ফের তৃণমূল ছেড়ে ৩০০ কর্মী কংগ্রেসে যোগ দিল মুর্শিদাবাদের বড়ঞায়। এরপর যদি কর্মীদের মিথ্যা মামলা দেওয়া হয়, তাহলে থানা অচল করার হুঁশিয়ারি কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর। বুধবার বড়ঞা থানা সংলগ্ন মাঠে নির্বাচনী সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের হাত ধরে তৃণমূলের নেতৃত্ব জাব্বার দেওয়ান, কানাই বাগদী সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন।
সভায় বক্তব্য রাখতে উঠে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে দলীয় প্রার্থীদের নির্বাচিত করার আবেদন জানান অধীর। পাশাপাশি দলীয় কর্মীদের উপর মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করলে বড়ঞা থানাকে বিডিও অফিসের মত স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: Panchayat Election 2023 | ঘুম ভাঙেনি প্রশাসনের, পিচ রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক
উল্লেখ্য,পঞ্চায়েত ভোটের প্রাক্কাল থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়িয়েছে। গত কয়েকদিনে রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রথম থেকেই হিংসার ঘটনায় সরব হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি একাধিকবার জানিয়েছেন, কোনও ভাবে রাজ্যে হিংসা বরদাস্ত নয়। তিনি বলেন, রক্তের হোলি খেলা বন্ধ হওয়া দরকার। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি দেখেছি। কারা অশান্তির পিছনে, এর তথ্য আমার কাছে রয়েছে। হিংসার যে আগুন রাজ্যের জেলায় জেলায় ছড়িয়েছে, সেই দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। কে হিংসা ছড়াচ্ছে, তা আমার কাছে বড় কথা নয়। হিংসায় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এটাই বড় কথা।