ওয়েব ডেস্ক: খবরের শিরোনামে উঠে এল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কাতলামারি এলাকায় অভিযান চালিয়ে জাল আধার কার্ড চক্রের সঙ্গে যুক্ত মূল তিন মাথাকে হাতেনাতে গ্রেফতার করল রানিনগর থানার পুলিশ। জাল আধার কার্ড তৈরির মূল পান্ডাদের গ্রেফতারের পর স্বাভাবিকভাবেই রানিনগর পুলিশের ঝুলিতে আরও এক নতুন সাফল্য যোগ হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আবু সুফিয়ান, রফিকুল ইসলাম ও মহম্মদ জালাল উদ্দিন। এদের প্রত্যেকের বাড়ি রানিনগর থানা এলাকায়। রানিনগর পুলিশের তরফে তিন ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে।
এই বিষয়কে কেন্দ্র করে ডোমকল এসডিপিও শুভম বাজাজের তরফে একটি সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে বহুদিন ধরেই এই তিন ধৃত প্রশাসনকে অন্ধকারে রেখে জাল আধার কার্ড তৈরির সঙ্গে জড়িত রয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে রেটিনা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল ফোন সহ আধার কার্ড তৈরির কাজে প্রয়োজনীয় নানান প্রযুক্তি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলাদেশের নাগরিকদের আধার কার্ড তৈরির সঙ্গে এই তিন পাণ্ডা যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
আরও পড়ুন: পর পর তিনদিন বোমা উদ্ধার সামশেরগঞ্জে! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাল আধার সহ অন্যান্য ভারতীয় পরিচয়পত্রও তৈরি করত এই তিন অভিযুক্ত। জাল আধার কার্ড তৈরির সঙ্গে আর কোনও মাথা জড়িত কি না তা জানতে ধৃতদের হেফাজতে নিয়েছে রানিনগর থানার পুলিশ।
অন্য খবর দেখুন