নদীয়া: নদীয়ার (Nadia) মাজদিয়ার নাঘাটা কালীতলা গ্রাম বারোয়ারি দুর্গাপুজো (Durga Puja) এ বছর ৫৫ বছরে পা দিল। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ঐতিহ্য বজায় রেখে আসা এই পুজো এবার নতুন মাত্রা পেয়েছে অভিনব থিমে। মণ্ডপে সাজানো হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিরূপ, যা ইতিমধ্যেই এলাকাবাসীর কৌতূহল কাড়তে শুরু করেছে।
গ্রামের মানুষজন জানিয়েছেন, আগে গ্রামীণ পুজো মানেই সাদামাটা আয়োজন, কিন্তু এখন গ্রামও পিছিয়ে নেই। এবারের নাঘাটা কালীতলার বারোয়ারি মণ্ডপ তারই প্রমাণ। স্থানীয়দের দাবি, এই মণ্ডপ ও সাজসজ্জা শহরের বড় বড় পুজোকেও টেক্কা দেবে।
আরও পড়ুন: নেশামুক্ত ভারত যুবসমাজকে উদ্বুদ্ধ করতে চাকদহে আয়োজন করা হল ম্যারাথন দৌড়ের
আয়োজক কমিটির এক সদস্য বলেন, “আমরা চাই গ্রামবাসীরা যেন নিজের গ্রামেই বড় পুজোর আনন্দ পান। তাই দক্ষিণেশ্বর কালী মন্দিরকে বেছে নেওয়া হয়েছে থিম হিসেবে। এতে ধর্মীয় আবহ যেমন তৈরি হবে, তেমনই ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণও তৈরি করবে।”
শিল্পী এবং কারিগররা দীর্ঘদিন ধরে শ্রম দিয়ে মণ্ডপটি গড়ে তুলেছেন। গ্রামের সাধারণ মানুষও সমানভাবে যুক্ত হয়েছেন এই উদ্যোগে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের অপেক্ষায় রয়েছে আয়োজকরা।
সব মিলিয়ে ৫৫ বছরে নাঘাটা কালীতলা বারোয়ারির দুর্গাপুজো শুধু ঐতিহ্যের ধারকই নয়, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে গ্রামীণ পুজো যে কেমন উচ্চতায় পৌঁছতে পারে, এবারের থিম তারই প্রমাণ হয়ে উঠেছে।
দেখুন আরও খবর: