বসিরহাট: রেস্তোরাঁ থেকে বাদ্যযন্ত্র নিয়ে পালাল এক চোর। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পুরসভার (Taki Municipality) ৫নং ওয়ার্ডের টাকি কেন্দ্রীয় পাঠাগারের বিপরীতে এক নামী রেস্তোরাঁয়। দোকানের মালিক জানিয়েছেন, দোকানের জানলার কাঁচ ভেঙে রেস্তোরাঁয় চোর এসেছিল। সেখান থেকে চুরি করে নিয়ে যায় বেশ কয়েকটি গিটার, সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার ও একটি টিভি। যেগুলি রেস্তোরাঁয় আসা খাদ্যপ্রেমীদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো।
বেশ কয়েকটি গিটারও ঐ চোর পুকুরে ফেলে দেয় বলে জানিয়েছেন রেস্তোরাঁর মালিক। বাদ্যযন্ত্রের পাশাপাশি নগদ কুড়ি হাজার টাকাও নিয়েছে ওই চোর। সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা যায় মাঝরাতে চোর এই কান্ড ঘটিয়েছে। দোকান থেকে একে একে বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দেয় সে। দোকানের মালিক সঞ্জীব দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয় এক ব্যক্তিকে। তারপর তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: পুলিশের হাতে নিগৃহীত হয়ে অসুস্থ পুরসভার অস্থায়ী কর্মী
জানা গিয়েছে, চোরের নাম হোসেন গাজী, বাড়ি বসিরহাটের (Basirhat) সংগ্রামপুরে। পুলিশ সূত্রে খবর, হোসেন গাজী বেশ কিছু বছর আগে ওই রেস্তোরাঁয় কাজ করতো। কিন্তু তার অভব্য আচরণের জন্য তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই আক্রোশেই রেস্তোরাঁয় চুরির কান্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। কিন্তু অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও কেন এই চোর বাদ্যযন্ত্রের দিকেই নজর দিল তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি সঙ্গীতের প্রেমীই তাকে রেস্তোরাঁয় চুরি করতে বাধ্য করল? প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
আরও খবর দেখুন