তেহট্ট: বিস্ফোরণের জেরে উড়ে গেল একটি দোকান ঘর। আহত দোকান মালিক। ক্ষতিগ্রস্ত আশেপাশের আরও বেশ কয়েকটি দোকান বাড়ি। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার দেবগ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবগ্রাম বাসস্ট্যান্ডের কাছে দোকান সহিদুল শেখের। তিনি দোকানে গয়না পালিশের কাজ করতেন। রাতে দোকানেই থাকতেন। এদিন ভোরে হঠাৎই বিষ্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন দোকানের শাটার উড়ে গিয়ে পড়েছে বেশ খানিকটা দূরে। ধ্বংস স্তুপের চেহারা নিয়েছে দোকান ঘর। ঝলসে গিয়েছে দোকান মালিক। তড়িঘড়ি খবর দেওয়া হয় দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সহিদুলকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ওই দোকান সহ আশেপাশের আরও আটটি দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবে এই বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ ঘটেছে
আরও পড়ুন: ভাঙড়ে তৃণমূল নেতা শওকত মোলার বিরুদ্ধে পড়ল পোস্টার